ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | ইছামতি নদী | বেনাপোল হতে গোগা বাজার বেনাপোল হতে গোগা বাজার দুরত্ব ১০ কিলোমিটার ১। ইছামতি নদী আমাদের গোগা ইউনিয়নে তেমন কোন দর্শনীয় স্থান নাই। তবে ভারত বাংলাদেশের সীমান্ত দেখার জন্য ইছামতির নদীর তীর আছে। ৬ নং গোগা ইউনিয়নের পাশদিয়ে বয়ে চলেছে ইছামতি নদী , ইছামতি নদীর বেশ কয়েকটি শাখা নদী ও আছে, যেটাকে স্থানীয় জনসাধারন খাল হিসাবে পরিচিত লাভ করেছে। আমলাই গ্রামে একটি খাল আছে । এই খালে ২টি পুল আছে । সেটার উপর দিয়ে মানুষ চলাচল করে থাকে। এই খালে গ্রামের মানুষেরা মাছ ধরে। |